কলেজটিতে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ জন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জন অংশ নিলেও পাস করেছে মাত্র দুই পরীক্ষার্থী। বাকি ৭৩ জন পরীক্ষার্থীই অকৃতকার্য। কলেজটির এই ফলাফলে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে গড় পাসের হাড় ২.৬৭ শতাংশ। তবে পাস করা দুই পরীক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এ ফলে

হতাশা প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী। তারা বলছেন, ওই দুই পরীক্ষার্থীর জন্য শতভাগ অকৃতকার্যের তালিকায় নাম ওঠেনি কলেজটির। এভাবে চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। জানা যায়, কলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছেন ২৭ শিক্ষক ও ১৪ জন কর্মচারী। ২০২১ সালে এটি জাতীয়করণ হয়। এইচএসসির ফলাফলের বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলাম বলেন, আমি একটি অনুষ্ঠানে ব্যস্ত আছি, কলেজের অন্য শিক্ষকদের

সঙ্গে কথা বলেন বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, আমাদের এলাকা থেকে কলেজ অনেক দূরে। এ জন্য নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীরা যাতে কম খরচে লেখাপড়া করতে পারে সেই উদ্দেশ্যে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।

তিনি আরও বলেন, যখন ম্যানেজিং কমিটির মাধ্যমে কলেজ পরিচালনা হতো তখন ফল অনেক ভালো ছিল। কলেজটি সরকারি হওয়ার পর আমরা ভেবেছিলাম পড়ালেখার মান আরও বাড়বে। কিন্তু পড়ালেখার মান অনেক খারাপ হয়েছে