রাহুলকে হারিয়ে নড়বড়ে অবস্থানে ভারত

আহমেদাবাদের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত দারুণ শুরু এনে দিলেও মাঝে দ্রুত উইকেট হারিয়ে ফেলেছে ভারত। যে কারণে একজন বাড়তি ব্যাটসম্যানের অভাব বোধ করারই কথা তাদের। সূর্যকুমারকে ইনিংসের শেষ ভাগে আনতে তাঁর আগে

পাঠানো হয়েছিল রবীন্দ্র জাদেজাকে, কিন্তু সেটি ঠিক সেভাবে কার্যকরী হয়নি হ্যাজলউডের অফ স্টাম্পের বাইরের লাইন ধরে রাখা বলে খোঁচা দিয়ে ফিরে গেছেন জাদেজা। ২২ বল খেলে এ বাঁহাতি করতে পেরেছেন ৯ রান। সূর্যকুমারের আগে তাঁকে পাঠানো ঠিক কাজে দিল না ভারতের। শেষ স্বীকৃত ব্যাটসম্যান সূর্যকুমারকে ক্রিজে আসতে হয়েছে ৩৬তম ওভারেই।
ভারত ৩৮ ওভারে ১৮২/৫।
দলের বিপর্যয়ে রাহুলের লড়াকু ফিফটি

১৭: ০৬, নভেম্বর ১৯
উড়ন্ত সূচনার পর দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় মাঠে নেমেছিলেন লোকেশ রাহুল। এরপর ইনিংস গড়তে সময় নিয়েছেন তিনি। কোহলি ফেরার পর তাঁর কাঁধে এখন আরও বড় দায়িত্ব। দলের বিপর্যয়ের মুখে লড়াকু ফিফটি তুলে নিয়েছেন তিনি। ৮৬ বলের ইনিংসে ১টি মাত্র বাউন্ডারিতে পঞ্চাশ ছাড়িয়েছে স্বাগতিকরা।
ফিফটির পর ফিরলেন কোহলি

১৫: ৩৮, নভেম্বর ১৯

আহমেদাবাদের প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে বিরাট কোহলি বোল্ড! গ্যালারিতে স্ত্রী আনুশকা শর্মার চোখেমুখে স্পষ্ট বিষাদের ছাপ। ডাগআউটে রবিচন্দ্রন অশ্বিনের মাথায় হাত। কামিন্সের শর্ট লেংথের বল আলতো করে খেলতে চেয়েছিলেন

কোহলি। তবে বল এতটা উঠবে, ভাবতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল গিয়ে ভেঙেছে স্টাম্প। ফাইনালের মহাগুরুত্বপূর্ণ উইকেট নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। কোহলি থেমেছেন ৬৩ বলে ৫৪ রান করে। ভারত ৩০ ওভারে ১৫২/৪; রাহুল ৩৯, রবীন্দ্র জাদেজা ১