বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গ্যালারি ফাঁকা, শোয়েবের খোঁচা

বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার দিন-দুয়েক পর হুট করেই বিরাট কোহলি আর আনুষ্কা শর্মা দম্পতি টুইট করেছিলেন যে বিশ্বকাপের টিকিট না পেয়ে তাদের কাছে টিকিট চেয়ে নাজেহাল করে ফেলেছেন পরিচিতজনেরা।

বাধ্য হয়ে কোহলি-আনুষ্কা দুজনই তাদের পরিচিতজনদের অনুরোধ করেছেন বিশ্বকাপের খেলা ঘরে বসে দেখতে কোহলি-আনুষ্কার অনুরোধটা একটু বেশিই সিরিয়াসলি নিয়েছিলেন হয়তো ক্রিকেটপ্রেমীরা। সেটিরই প্রমাণ মেলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়াইটা ছিল গেল আসরের দুই

ফাইনালিস্টের। এমন হাই ভোল্টেজ ম্যাচটি মাঠে বসে দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা যায় হাতেগোনা কয়েকজন দর্শককে। আনুমানিক দেড় শ মানুষ উপস্থিত ছিল এই ম্যাচে মাঠে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের উদ্বোধনী

ম্যাচে দর্শক দেখে বিদ্রুপ করতে ছাড়েননি কিংবদন্তি পাকিস্তানি পেসার শোয়েব আখতার এশিয়া কাপের সময়কার এক ভারতীয় ক্রিকেট ভক্তের টুইট রিটুইট করে তিনি লেখেন, ‘মাত্র কয়েক শ’ মানুষের উপস্থিতিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে দেখা হতাশার। চরম হতাশার। এদিকে জোর গুঞ্জন রয়েছে, বিশ্বকাপ শুরুর

আগমুহূর্তে উদ্বোধনী ম্যাচের টিকিট সব বিক্রি না হওয়ায় দর্শক ভরাতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। এই কাজে তাদের সাহায্য করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেতারা ভারতীয়

গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি বিজেপির ওয়ার্ড পর্যায়ের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়ার পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছেন যদিও ম্যাচের সময় তাদেরও দেখা মেলেনি