পর্দা উঠছে বিশ্বকাপের, বাংলার টাইগারদের খেলা যেদিন যেদিন

চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আজ (৪ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাতে পারে ভারতীয় চ্যানেল সনি স্পোর্টস নেটওয়ার্ক। রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মাঠে নামবে ম্যান সিটি, বার্সেলোনা, পিএসজি, এসি মিলান, আতলেতিকো মাদ্রিদের মতো দল মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট

কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। গত ৬ বছর এই দায়িত্বে ছিলেন গ্যাটিং এর আগে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে লঙ্কান এই ক্রিকেটারই প্রথমবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা

ক্রিকেটারের খেতাব পেয়েছেন তিনি। খেলোয়াড়ি জীবন শেষে নিজেকে জড়িয়েছেন কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবে
সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট।
অন্যদিকে এমসিসির সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন তিনি আর মাত্র একদিন বাকি আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এরপরই শুরু হবে ২২ গজে শ্রেষ্ঠত্বের লড়াই। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে ভারতের বিভিন্ন শহরে ছুটতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। ভারতের ১০টি শহরে গড়াবে এবারের বিশ্বকাপ। তাই পর্যটনের জন্য বিখ্যাত দেশটি ঘুরে দেখারও সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

ভ্রমণের সঙ্গে খাবারের নিবিড় একটা সম্পর্কও আছে। আর ভারতের মসলাদার খাবারের খ্যাতি দুনিয়াজোড়া। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে লাল-সবুজের প্রতিনিধিদের কাছে আইসিসিও জানতে চেয়েছিল, ভারতে কোন খাবারটির স্বাদ নিতে চান তারা। সেখানে নির্দিষ্ট একটি খাবারের নামই বলতে হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি রিলস প্রকাশ করেছে আইসিসি। সেখানে খাবার নিয়ে কথা বলেছেন ওয়ানডে দলপতি সাকিব আল হাসান, অলরাউন্ডার

মাহমুদউল্লাহ ও পেসার তাসকিন আহমেদ ভারতে মাটন রোগান জোসের স্বাদ নিতে চান সাকিব। অন্যদিকে মাহমুদউল্লাহর পছন্দ বাটার চিকেন। এ ছাড়া অনেক অনেক মজাদার খাবার খেতে চান তাসকিন। মূলত বিভিন্ন রকমের বিরিয়ানির স্বাদ নিতে চান এই পেসার এদিকে সোমবার (২ অক্টোবর) বাংলাদেশের মিডিয়া ডে নিয়ে এক মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে ক্রিকেটারদের মাঝে হালকা রসিকতার ছাপও দেখা গেছে।
আইসিসি প্রকাশিত ভিডিওটির শুরুতেই মেহেদী হাসান মিরাজের কাছে যান উপস্থাপক নাসুম আহমেদ। সেখানে ভারতে খেলা নিয়ে মিরাজের কাছে চানতে চাওয়া হয়। জবাবে মিরাজের ভাষ্য, আমি ভালো বোধ করছি। এখানে অনেকবার এসেছি। ভারতে অনেক ম্যাচ খেলেছি। আমি খুশি এখানে এসে এ সময় মিরাজকে ‘বিভ্রান্ত’ করার চেষ্টা করছিলেন নাজমুল হোসেন শান্ত। ঘটনাক্রমে শান্তকে মাইক্রোফোনের সামনেও নিয়ে আসার চেষ্টা করেন মিরাজ। তবে তা সম্ভব হয়নি।

অন্যদিকে চা পান করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। উপস্থাপক নাসুম তখন তার (রিয়াদ) দিকেই ছুটে যান। কথোপকথনের একপর্যায়ে রিয়াদ স্বীকৃতি দেন নাসুমের চা ‘যেকারো চেয়ে ভালো