নিউজিল্যান্ড সিরিজে বাদ তামিম

নানান নাটকীয়তায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। এরপর থেকেই বিষয়টি নিয়ে চলে জোর আলোচনা। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও থাকছেন না তামিম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তার ভাষ্য, নাহ সে টেস্ট সিরিজে থাকছে না। কারণ, সে এই মুহূর্তে খেলার জন্য প্রস্তুত না। কেননা ,তার অনুশীলন নেই যে কারণে সে প্রস্তুত না। অনেকদিন ধরেই সে ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বাইরে আছে। আরও পড়ুন: গিলের কাছে সিংহাসন হারালেন বাবর এদিকে আসন্ন এই সিরিজে থাকছেন না টাইগার

অধিনায়ক সাকিব আল হাসানও। এমনকি বিশ্বসেরা এই অলরাউন্ডার কবে নাগাদ মাঠে ফিরবেন, তা-ও নিশ্চিত না জালাল ইউনুসের মন্তব্য, ফিটনেসের ওপর নির্ভর করছে সবকিছু, এখন দেখা যাক
এদিকে বিশ্বকাপের পরপরই টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। এবার দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন।
আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট