ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য ছিল লিটনের: সুজন

বর্তমান সময়ে ব্যাট হাতে নিজেকে যেন হারিয়ে খুঁজছে লিটন দাস। তবে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দলের হয়ে রানে ফিরেছিলেন এই ব্যাটার। করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক হয়ে লজ্জার

এক রেকর্ডে নামও লিখিয়েছেন তিনি বিশ্বকাপ ম্যাচে ইনিংসের প্রথম বলে আউট হওয়া ষষ্ঠ ব্যাটার হয়েছেন তিনি। এরই মাঝে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টিম হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তিনি। পরে অবশ্য দুঃখও প্রকাশ করেছেন লিটন এদিকে এই ঘটনায় লিটন দাসের পর

আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন।

এ সময় লিটনের ব্যাটে আবার কবে শতকের দেখা মিলবে? এমন প্রশ্নের উত্তরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছেও আছে। আপনারাও জানেন লিটন ক্লাস প্লেয়ার। অবশ্যই ও যে মানের খেলোয়াড়

সেভাবে সে ধারাবাহিক হচ্ছে না। একটা ম্যাচে রান করার পর সে পরের ম্যাচে রান করতে অনেক সময় নিচ্ছে। তিনি আরও বলেন, ‘সে অনেক চেষ্টা করছে, আমি মনে করি লিটনের মধ্যে সেই ক্ষমতা আছে যে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করতে পারে। কিন্তু হচ্ছে না, ধরেন শেষ ম্যাচেও ইংল্যান্ডের সঙ্গে সে ৭৬ রান করে

আউট হল, ২১ ওভারের সময় আউট হয়েছে আরও ২৯ ওভার বাকি ছিল। ওই সময় ব্যাটিং করলে ওর দুইশ করার সামর্থ্য ছিল। শেষ ম্যাচে সে যখন খেলল তখন কঠিন ছিল, সে প্রথম বলে আউট হয়ে গিয়েছে