মৃত্যুর প্রহর গুনছে ইনকিউবেটরে থাকা ৩৯ শিশু

অবরুদ্ধ গাজা উপত্যকার সব প্রধান হাসপাতাল আল-শিফা, আল-কুদস, আল-রানতিসি এবং ইন্দোনেশিয়ান হাসপাতালের একেবারে কাছে এখন ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে। শুক্রবার সারাদিন ধরে হাসপাতালগুলোর আশপাশে এবং ভেতরেও হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)

ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে, আল-শিফা হাসপাতালের নিচের টানেলে হামাস অবস্থান করছে, যা অস্বীকার করেছে হামাস। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোও ইসরায়েলের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে হাসপাতালের জেনারেটর ব্যবস্থা। যে কারণে

এই হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে রোগীরা। জেনারেটর বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালের ইনকিউবেটরে থাকা ৩৯ শিশু মৃত্যুর প্রহর গুনছে।
সংবাদ সংস্থা আলজাজিরা অবরুদ্ধ আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়ার সঙ্গে কথা বলেছে তিনি

বলেছেন, আমি শুধু বলতে পারি আমরা প্রাণ হারাতে শুরু করেছি। রোগীরা মুহূর্তের মধ্যে মারা যাচ্ছে। আমরা মৃত্যুর কয়েক মিনিট দূরে। অসুস্থ এবং আহতরা মারা যাচ্ছে, এমনকি ইনকিউবেটরে থাকা শিশুরাও তিনি আরও জানান, ইতোমধ্যেই ইনকিউবেটরে থাকা একটি শিশুকে হারিয়েছি আমরা। নিবিড় পরিচর্যা ইউনিটে একজন যুবককেও হারিয়েছি