বাসচালককে আমি শুধু ইন্নালিল্লাহ বলতে শুনেছি

ঘন কুয়াশার কারণে পটুয়াখালীতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের একটি বাসে সজোরে ধাক্কা দিয়েছে রাজিব পরিবহন নামের একটি বাস। এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিক কোনো নিহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার (১৬

জানুয়ারি) রাত ১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাজিব পরিবহন ও গ্রীন লাইন পরিবহন দুটি গাড়ি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল দুর্ঘটনার পর বাসযাত্রী আব্দুর জব্বার মুন্সি বলেন,‘ঘন কুয়াশার কারণে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনের বাসটি না দেখে সরাসরি এসে রাজিব পরিবহনের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে গ্রিন লাইন পরিবহনের বাসটি রাস্তার পাশে পড়ে

যায়। আমি বাসের ভেতর থেকে চালককে শুধু ইন্নালিল্লাহ বলতে শুনেছি রাজিব পরিবহনের যাত্রী আব্দুর জব্বার মুন্সি বলেন, ঢাকা থেকে রাজিব পরিবহনের বাসে করে কুয়াকাটা যাচ্ছিলাম, তবে দাঁড়িয়ে থাকা গ্রিন লাইন পরিবহনকে পিছন থেকে ধাক্কা দেয় আমাদের বাসটি। এ সময় আমি গাড়িচালককে শুধু ইন্নালিল্লাহ বলতে শুনেছি। এর মধ্যে বিকট শব্দ হয়; আমরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যাই। রাজিব পরিবহনের সামনে যারা ছিল তারা বেশি আহত হয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে পটুয়াখালী

মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার নয়ন সরকার বলেন, আমাদের এখানে চারজন ভর্তি হয়েছিল।এর মধ্যে একজন তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে গেছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এছাড়া বাকি দুইজন আমাদের এখানে এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে।
পটুখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের গাড়িতে করে আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যে মালামাল রয়েছে সেগুলো পুলিশ এখন পাহারা দিচ্ছে