ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় আমাদেরও লড়তে হবে : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত ১৫০ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধের বিরুদ্ধে। আমরা শান্তি চাই। কারণ, আমরা যুদ্ধে জীবন দিয়ে দেখেছি। আজকে ইসরায়েল

বাহিনী ফিলিস্তিনে যেভাবে হামলা করে, বিশেষ করে হাসপাতালে হামলা করে নারী ও শিশুসহ মানুষদের যেভাবে হত্যা করেছে, আমরা এটার নিন্দা জানিয়েছি তিনি বলেন, আমাদের কথা হচ্ছে দ্রুত এই যুদ্ধ বন্ধ করতে হবে। ফিলিস্তিনবাসী তাদের ন্যায্য জায়গা যেন ফেরত পায়, যে জায়গাগুলো ইসরায়েল দখল করেছে

সেগুলো ফিলিস্তিনিদের দিতে হবে। এই যে বোমা মেরে নারী-শিশু হত্যা করল এটা সহ্য করা যায় না। সেজন্য আগামী শুক্রবার সারা দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে যেন তাদের জন্য দোয়া করা হয়। এ ছাড়া আগামী শনিবার আমরা নিহত ফিলিস্তিনিদের স্মরণে শোক দিবস পালন করব। সেদিন আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে শেখ হাসিনা বলেন, ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে আমরা গতকালও (বুধবার) বসেছি। আমি তাদের এটাই

বলেছি যে, ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক হতে হবে। আমরাও তাদের সঙ্গে আছি, আমাদেরও লড়তে হবে। এভাবে ফিলিস্তিনিদের ওপর বারবার আঘাত হানা কখনও আমরা মেনে নিতে পারি না। এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জায়গা থেকে যতটা পারি ফিলিস্তিনকে সহযোগিতা করব তিনি

বলেন, আমরা দেখি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে অনেকেই চুপ থাকেন। কারণ, যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা যদি আবার নাখোশ হয়। তাই তাদের নির্যাতিতদের পক্ষে কিছু বলার সাহস নাই। অথচ তারা আন্দোলন করে, পদত্যাগের ডাক দেয়। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের