পাই নেটওয়ার্ক কি? কিভাবে কাজ করে?

পরিচয়ঃ-

পাই হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি, এটি এখনও দ্বিতীয় ফেইজে/ধাপে আছে। তৃতীয় ফেইজে/ধাপে গেলে এটি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জে যুক্ত হবার জন্য উন্মুক্ত হবে,যেখানে আমরা এটি কেনা-বেচা করতে পারবো। এই মুহূর্তে এটার দাম ০ টাকা বা ডলার কিন্তু ৩য় ফেইজে গেলে এটার একটা ভ্যালু নির্ধারণ করা হবে। ৩য় ফেইজ বা স্টেইজ যেটা মেইন-নেট নামেও পরিচিত সেটা এই বছরের একেবারে শেষদিকে আসতে চলছে,তার আগ পযর্ন্ত যতোটা পারেন “পাই কয়েন” জমিয়ে নিন।

এই এপে প্রতিদিন কি কি কাজ করতে হবে?

আপনাকে প্রতি ২৪ ঘন্টা পর পর একবার এপে প্রবেশ করে মাইনিং বাটনে (⚡⚡⚡) ক্লিক করতে হবে,এতে আপনার ডেইলি মাইনিং হতে থাকবে এবং টোটাল পাই কয়েন বাড়তেই থাকবে, যেটা স্কিনের সবচেয়ে উপরে দেখাবে। আপনি যদি ২৪ ঘন্টা পর পর মাইনিং বাটনে ক্লিক না করেন তবে আপনি ইন-এক্টিভ হয়ে পরবেন এবং আপনার মাইনিং থেমে যাবে যতক্ষণ না আপনি আবার এপে ডুকে মাইনিং চালু না করেন। আপনি যদি নিজের আর্নিং স্পিড বাড়াতে চান তবে সেটা দুইভাবে বাড়াতে পারেন। প্রথমত, নিজের ইনভাইটেশন কোড দিয়ে নতুন মেম্বারকে এই প্লাটফর্ম এ নিয়ে আসলে। ওরা যদি এক্টিভ থাকে তবে আপনার মাইনিং স্পিড বাড়বে। দ্বিতীয় পদ্ধতি হলো, আপনি যখন টানা ৩ দিন নিজের মাইনিং পূর্ন করবেন তখন আপনার পাই এপের “কন্ট্রিবিউটর রুল” খুলে যাবে। সেখানে যখন আপনি ৫ জন পরিচিত ব্যক্তিকে নিজের “সিকিউরিটি সার্কেলে” যুক্ত করবেন তখন আপনার মাইনিং স্পিড আরও বেড়ে যাবে।