ডিবির ‘ভাতের হোটেলে’ এবার অতিথি শামীম ওসমান

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে প্রায়ই রাজনৈতিক নেতা ও সেলিব্রিটিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে থাকেন। মধ্যাহ্নভোজের সেইসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে অনেকেই বিষয়টিকে ডিবির ‘ভাতের হোটেল’ বলে মজা করে মন্তব্য করেছেন

এবার ডিবির ভাতের হোটেলে দেখা গেল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে আলোচিত এই সংসদ সদস্যের মধ্যাহ্নভোজের কিছু ছবিট ফেসবুকে প্রকাশ পায়। অল্প সময়েই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান বলেন, হারুন ভাইয়ের হোটেলে আমি ভাত খাই নাই। উনার স্ত্রী আমার বোন। তার রান্না করা খাবার খেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাতের হোটেল’ মন্তব্যকে ডিবি অবশ্য ইতিবাচক হিসেবেই নিয়েছে। ডিবি মনে করে, ডিবির ভাতের হোটেলের বিষয়টি মানুষ রসবোধ থেকে বলছে ভাতের হোটেল’ প্রসঙ্গে ডিবি প্রধান হারুন অর রশীদ

বলেন, এটা রসবোধের বিষয়। বাঙালি একটা রসবোধসম্পন্ন জাতি। সাহিত্যে রসবোধের প্রয়োগ আমাদের মনের খোরাক জোগায়। আমি মনে করি, এটা রসবোধপ্রবণ একটি বিষয় যে ডিবি ভাত খাওয়ায়। আমরা তো আসলে কাউকে ডেকে এনে খাওয়াই না। কেউ যদি কাজের জন্য আমাদের কাছে আসে, তার কাজটা করে দেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি লাঞ্চ টাইম হলে লাঞ্চের অফার করি। তিনি যদি অফার গ্রহণ করেন তাহলে খেয়ে যান