এবার পাকিস্তানে প্রধানমন্ত্রীর বৈঠকে জাকির নায়েক
বিশ্বখ্যাত ইসলামি বক্তা এবং স্কলার জাকির নায়েক পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন। সফরে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেছেন তিনি বুধবার (২ অক্টোবর) গভর্নমেন্ট অব
পাকিস্তানের এক্স হ্যান্ডল থেকে এ বৈঠকের একাধিক ছবি প্রকাশ করা হয় প্রসঙ্গক্রমে, ২০১৬ সালে জুলাইয়ে ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এ পদক্ষেপ গ্রহণ করে কারণ হিসেবে জানা যায়, হলি আর্টিজান
বেকারিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকা একজন সন্ত্রাসী স্বীকার করেছিলেন যে, তিনি জাকির নায়েকের ইউটিউব চ্যানেলে প্রচারিত বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিলেন উল্লেখ্য, জাকির নায়েক পিস টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল পরিচালনা করতেন। সেখানেই
ধর্মসংক্রান্ত আলোচনা করতেন তিনি। তবে লাগাতার উসকানিমূলক ও অন্যান্য ধর্মের প্রতি ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ২০১৬ সালে বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকায় তার টেলিভিশন চ্যানেলটি নিষিদ্ধ হয়। এ ছাড়া উগ্র বক্তব্য দেওয়ার অভিযোগে যুক্তরাজ্য এবং কানাডায় তার প্রবেশ নিষিদ্ধ করেছে দেশ দুটির সরকার