এখন পিএসজিতে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করছি: মেসি

গত ২০২২ কাতার বিশ্বকাপের সময় থেকেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল, লিওনেল মেসি পিএসজি ছাড়ছেন। তিনি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল।

তবে মেসি সব জল্পনা কল্পনা ছাপিয়ে পিএসজিতেই রয়েছেন। এবার পিএসজিতে থাকা নিয়ে মেসি জানান ফ্রান্সের এই ক্লাবটিতে চমৎকার উপভোগ করেছেন। পিএসজির ক্লাব ওয়েবসাইটে এমনটাই জানান আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসি। এদিকে ২১ বছরের

সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছেন মেসি। প্রথম মৌসুমে নিজের ছন্দ খুঁজে পাননি। কিন্তু এই মৌসুমে দেখা যাচ্ছে সেই চিরচেনা মেসিকেই। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে

রয়েছেন ফুটবলের এই মহাতারকা। এরমধ্যেই করেছেন ১৮টি গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৬টি গোলও। সেরা পাঁচ লিগে আর্জেন্টাইন অধিনায়ক ছাড়া এমন রেকর্ড রয়েছে স্রেফ ক্লাব সতীর্থ নেইমারের

এদিকে পিএসজির ক্লাব ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, এই বিষয়টা আগেও বলেছি। প্রথম প্রথম এখানে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। এ মৌসুমের শুরু থেকেই আমি আরও ভালোবোধ করতে শুরু করেছি।

ক্লাব এবং শহর হিসেবে প্যারিসকে আরও বুঝতে শিখেছি। তবে আমার জীবনটাই এমন। প্রতিদিনই নিজেকে নিংড়ে দিই, আরও বেশি সাফল্য চাই। সবচেয়ে বড় কথা, এই ক্লাব, এই শহর, এখানকার পরিবেশের সঙ্গে মিশে গিয়েছি। এ বার আমার দায়িত্ব, এই ক্লাবকে গর্বিত করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *