গাঁজা কুড়াতে রেললাইনে উপচেপড়া ভিড়

রেললাইনে মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে অর্ধশতাধিক মানুষ। বিষয়টি আজব মনে হলেও এমন ঘটনাই ঘটেছে নাটোরের নলডাঙ্গায়। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ২৫৩ নং পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ভিড় জমায় এবং সেগুলো কুড়িয়ে নিয়ে যায় মাধনগর এলাকার বাসিন্দা রাকিব হোসেন বলেন, ধারণা করছি রাতের কোনো এক সময় এই

গাঁজাগুলো ট্রেন থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এখানে একটি গাঁজার ব্যাগ ছিল আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ি ছিলো প্রচুর গাঁজা। অনেকে আসছে এবং এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছে মাধনগর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন জানান, সকালে রেলস্টেশনের দক্ষিণে ঠিক মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায় সেখানে মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে তারা।

বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখছে
নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, সম্ভবত রাতে ট্রেন থেকে মাদকদ্রব্যগুলো ফেলে দেওয়া হয়। সকালে স্থানীয়রা সেখানে গিয়ে ওগুলো কুড়ায়। বিষয়টি রেলওয়ে পুলিশের লোকজন দেখছে