কারফিউতে বিপদ’ বাড়াচ্ছে’ উৎসুক’ জনতা!

দ্বিতীয় দিনের মতো সারাদেশে চলছে কারফিউ। কারফিউতে ঘরের বাইরে বের হওয়া নিষেধ থাকলেও বিপদ বাড়াচ্ছে উৎসুক জনতা।

রোববার (২১ জুলাই) রাজধানীর বাড্ডা-নতুনবাজার এলাকার প্রায় প্রতিটি গলিতেই উৎসুক জনতার ভিড় দেখা গেছে। কিছুক্ষণ পরপর তারা বেরিয়ে আসছেন রাজপথে।

সকাল থেকে এখন পর্যন্ত সেনাবাহিনী রাজপথে থাকা জনতাকে লক্ষ্য করে কয়েক দফা গুলি চালিয়েছে। এতে করে এখন পর্যন্ত আটজন আহত হয়েছে বলে জানা গেছে।

বাড্ডা থেকে নতুনবাজার ঘুরে দেখা যায়, পুরো সড়ক যেন যুদ্ধের পরের রূপ ধারণ করেছে। সড়কের আইল্যান্ডের লোহার বেরিকেড ভেঙে ফেলা হয়েছে। জ্বালিয়ে দেয়া কয়েকটি গাড়ি সহিংসতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

কারফিউতে রাস্তায় বের হওয়ার কারণ জানতে চাইলে বাড্ডার অধিবাসী আসমা আক্তার বলেন, ‘আসলেই রাস্তায় পুলিশ নামছে কি না সেটা দেখার জন্য বের হইলাম। এখন দেখতেছি সেনাবাহিনী নামছে। মানুষ দেখলেই গুলি করছে।’

নতুনবাজারের বাসিন্দা লাবু শেখ বলেন, ‘ভোর থেকে এই রাস্তায় সেনাবাহিনীর টহল বেড়েছে। একসঙ্গে তিন-চারটা করে গাড়ি ঢুকছে। এতদিন এলাকার রাস্তা বাসিন্দাদের দখলে থাকলেও আজকে থেকে সেনাবাহিনী রাস্তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।