এবার ইসরায়েল–হামাস সংঘাতে হামাসের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে লেবাননের ইরান-সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় হামলা চালানোর পাশাপাশি লেবানন সীমান্তেও গোলা ছুঁড়ছে ইসরায়েলের সেনাবাহিনী। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে হিজবুল্লাহ এতে একটি ইসরায়েলি ট্যাংক উড়ে গেছে বলে দাবি করেছে লেবাননের এই গোষ্ঠী। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এর আগে রোববার ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে অন্তত একজন ইসরায়েলি নিহত ও তিনজন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য বিভাগ
থেকেও এই তথ্য জানানো হয় প্রাথমিকভাবে জানা গেছে, ওই গ্রামের নাম শুলা। এই হামলার জবাবে লেবাননের সীমান্ত এলাকায় আবারও গোলা ছুঁড়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, শুলা গ্রামে হামলার পর মারকাভা ট্যাংক টার্গেট করে ওই ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ ট্যাংকটি
লেবানন সীমান্তের কাছে আল–রাহেব মিলিটারি সাইটে ছিল। তাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ওই ট্যাংকে আঘাত হানে। এর ভেতরে থাকা সবাই মারা গেছেন বা আহত হয়েছেন। এদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মাঝেমধ্যে হামাসও রকেট হামলা করছে ইসরায়েলে রোববার সেই হামলার একটি পূর্বাভাস দিয়েছে
ইসরায়েলের রাজধানী তেল আবিব। এ কারণে ওই শহরে সাইরেনও বাজানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি হামলা ও সতর্কতার কারণে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন গাজাবাসী। গাজায় এ পর্যন্ত ২ হাজার ৩২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলায় মারা গেছেন ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি