হামাসের হামলায় প্রাণ গেল ইসরায়েলের ফুটবল তারকার

জন্মদিনের অনুষ্ঠান পালন করছিলেন ইসরায়েলের ফুটবল তারকা লিয়র আসুলিন। তখনই হামাসের আক্রমণে মারা যান তিনি
শনিবার গাজা স্ট্রিপের কাছে হামাস বাহিনী ঢুকে পড়ে গুলি চালাতে থাকে। তিনি তখন নেচার পার্টিতে ছিলেন।

গুলি লেগে মারা যান তিনি। তার ক্লাব হয়াপয়েল তেল আভিভ জানিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু ঘণ্টা ধরে নিখোঁজ ছিলেন আসুলিন। কিন্তু হামাস সন্ত্রাসবাদীরা তাকে হত্যা করেছে। ইসরায়েলের সূত্র জানাচ্ছে,

শনিবার রাতে এক হাজারের মতো হামাস সন্ত্রাসবাদী ইসরায়েলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে কয়েকশ মানুষকে মেরেছে। অনেক মানুষকে তারা পণবন্দি করে নিয়ে গেছে

আসুলিনের কৃতিত্ব :২০০৪ সালে ইতিহাস তৈরি করেন আসুলিন। তার দল সাখনিন এফসি ইসরায়েলের একটি প্রধান প্রতিযোগিতা জেতে। ফাইনালে তিনি দুটি গোল করেন খেলা শেষের বাঁশি

বাজার পর তিনি ইসরায়েলের পতাকা নিয়ে জয় পালন করেছিলেন। আর তার সহ-ফুটবলাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে জয়োৎসব করেছিলেন এরপর আসুলিন ইউরোপের ক্লাবগুলি থেকে অফার পান। ফ্রান্সের দুটি ক্লাব তাকে তাদের দলে খেলার জন্য

প্রস্তাব দেয়। কিন্তু তিনি যাননি। তিনি ইসরায়েলে থেকে গিয়েছিলেন এবং একের পর এক ক্লাব বদল করেছেন ২০১৭ সালে তিনি অবসর নেন। কিন্তু ২০২১ সালের ডিসেম্বরে মাদক পাচারের অভিযোগে তার কারাদণ্ড হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে তিনি ছাড়া পান