স্ত্রীকে খুশি করতে শিশু চুরি, যেভাবে উদ্ধার করল পুলিশ

কিশোরগঞ্জের তাড়াইলে সিঁধ কেটে জুনায়েদ নামের আড়াই মাস বয়সী শিশু চুরি হয়। এর ১৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নারীসহ দুজনকে আটক করা হয়েছে জানা গেছে, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে আড়াই মাসের শিশুকে নিয়ে

রাতে ঘুমান মা সানজিদা আক্তার। ভোর রাতে ঘুম থেকে জেগে দেখেন ছেলে পাশে নেই। সারা ঘর খুঁজেও শিশুটিকে পানি তিনি। একপর্যায়ে মা দেখেন কাঁচা ঘরের পেছনের দিকে মাটি খোঁড়া অর্থাৎ সিঁধ কাটা। এরপর মা সানজিদা চিৎকার শুরু করেন। তার চিৎকারে

আত্মীয়স্বজনসহ প্রতিবেশীরা ছুটে এসে আশপাশের ঝোপঝাড়, জঙ্গলসহ সব জায়গায় খোঁজাখুঁজি করেও জুনাইদকে খুঁজে পাননি। শিশুটির সন্ধান চেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেওয়া হয়। এ ঘটনার ১৮ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনাই ২ জনকে আটক করেছে পুলিশ পুলিশ

জানায়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তাড়াইল থানায় মামলা করা হলে সোমবার (১০ জুন) সাজ্জাদ হোসেন ও সানজিদা দম্পতির আড়াই মাস বয়সের শিশুকে উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ ও তাড়াইল থানা-পুলিশ। এদিন বিকেল চারটার দিকে জানা যায় চুরি হওয়া

শিশুটি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বেত্রাহাটি গ্রামের রুবেল মিয়ার বাড়িতে আছে। এরপর শিশুটি উদ্ধার করে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিশুটিকে মায়ের কোলে তুলে দেওয়া হয়। এ ঘটনায় রুবেল মিয়া (৩২) ও তার শাশুড়ি সত্তু বেগমকে (৫৫) আটক করা হয়েছে