স্টেডিয়ামে আফগান দর্শককে পেটাল ভারতীয় সমর্থকরা

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে ম্যাচের এক পর্যায়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ব্যাটার বিরাট কোহলি ও লখনৌ সুপার জায়ান্টসের আফগান পেসার নাভিন উল হক। চলতি বিশ্বকাপে

আফগানিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচে সেই দ্বন্দ্বে অবসান ঘটিয়েছেন দুজন।
ম্যাচের এক পর্যায়ে কোহলির সঙ্গে হাত মেলান নাভিন, আদান-প্রদান হয় কথা-বার্তাও। কোহলি বুকে টেনে টেন আফগান তারকাকে। হাত মেলানো শেষে দুজনে থাম্ব আপসও করেন।

এই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব মিটে গেলেও অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তান ও ভারতের সমর্থকদের দ্বন্দ্ব বেঁধেছে নতুন করে।
এদিকে ম্যাচের এক পর্যায়ে আফগান এক সমর্থকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন ভারতীয় সমর্থকেরা। সেই বাক-বিতণ্ডা এক সময়ে গিয়ে রূপ নেয় হাতাহাতিতে। ভারতের বেশ কয়েকজন

সমর্থক একটা পর্যায়ে সেই আফগান সমর্থককে মারধর শুরু করেন এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা যায়। আফগান সমর্থককে মারধরের পর সেই ভারতীয় সমর্থকদের তাৎক্ষনিকভাবে বের করে দেওয়া হয়।

গতকাল বুধবার (১১ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ভারত এবং আফগানিস্তান। সেই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড ইনিংসের উপর ভর করে ৮ উইকেটে বিশাল জয় পায় ম্যান স্বাগতিকরা।