সান রাইজার্স হায়দ্রাবাদ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসকে আট উইকেটে হা’রিয়ে প্রতিযোগিতার শেষ চারের আশা জিইয়ে রেখেছে।
ওপেনার রবিন উথাপ্পাকে শুরুর দিকে হারালেও বেন স্টোকস ও সাঞ্জু স্যামসনের কল্যাণে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিলো রাজস্থান। তবে নিয়মিত বি’রতিতে উইকেট হা’রিয়ে শেষমেশ ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় দলটি।
জবাবে ১৬ রানে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোকে হারায় ২০১৬-এর শিরোপাজয়ীরা। এরপর মনীষ পান্ডে ও বিজয় শঙ্করের অবিচ্ছিন্ন ১৪০ রানের জুটিতে সহজ এক জয়ই পায় হায়দ্রাবাদ।