
বিনোদন ডেস্ক : গত জুলাই মাসে কয়েক দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। আবার কয়েক দিনের ব্যবধানেই সুস্থ হয়ে বাসায় ফিরেন পিতা-পুত্র। এবার অল্প কদিনের ব্যবধানে কাজেও ফিরছেন তারা।
আগামী সেপ্টেম্বরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-এর শুটিং শুরু করবেন অমিতাভ। গত মে মাসে লকডাউনের মধ্যে এর জন্য একদিন কাজ করেছিলেন তিনি। এবার এর প্রমো শুট করবেন অমিতাভ। এর মাধ্যমে শুটিংয়ে ফিরবেন তিনি। তার জন্য সেটে যথাসম্ভব স্যানিটাইজেশন ও সুরক্ষার ব্যবস্থা থাকবে বলে অমিতাভ নিজেই তার ব্লগে জানিয়েছেন।
অন্যদিকে অভিষেক বচ্চনের পরবর্তী সিনেমা ‘দ্য বিগ বুল’। কয়েক দিনের মধ্যে এ সিনেমার শুটিং শুরু করবেন নির্মাতারা। এর মাধ্যমে শুটিংয়ে ফিরবেন অভিষেক। এটি প্রযোজনা করছে অজয় দেবগন ফিল্মস।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ড্যানিশ গাধী জানিয়েছেন—অভিষেক ও বাকি অভিনয়শিল্পীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত সেট তৈরি তাদের প্রাথমিক লক্ষ্য। অনুমতি পেলেই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুটিং শুরু করবেন। অভিনয়শিল্পী ও ক্রুদের সুরক্ষা নিশ্চিত করতে অজয় দেবগনও বিশেষভাবে পরিকল্পনা করছেন।