১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

লোকেশন দেখতে গিয়ে আহত জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা

গতকাল বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তরুণ নির্মাতা রিয়াজুল মওলা রিজু। শুটিংয়ের লোকেশন দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পরে মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তাঁর মাথায় তিনটি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অক্টোবরের ২৫ তারিখ থেকে রিয়াজুল মওলা রিজু শুরু করবেন নতুন ছবি ‘ব্ল্যাক লাইট’–এর শুটিং। সে জন্য বেশ কিছুদিন ধরে লোকেশন দেখা নিয়ে ব্যস্ত এই পরিচালক। এই উদ্দেশ্যে গতকাল সকালে নিজ জেলা টাঙ্গাইলে যান তিনি। তাঁর বাড়ি থানাপাড়া। বাসায় কিছুটা সময় কাটিয়ে লোকেশন দেখতে বের হন রিজু। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু রাসেল। শুটিং লোকেশন দেখে রাত সাড়ে ১০টার ফিরতি পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

রিজুর প্রোডাশন হাউজ কারুকাজ ফিল্মসের মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম টাঙ্গাইল থেকে জানান, রিজু আর তাঁর বন্ধু লোকেশন দেখে রাতে টাঙ্গাইলের আদি এলাকা থেকে নিজের বাসায় ফিরছিলেন। সেদিন বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল ছিল। রাত হয়ে যাওয়ায় দ্রুত ফিরছিলেন। সংকীর্ণ রাস্তায় হঠাৎ একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা। তিনি বলেন, রিজু ভাই ও তাঁর বন্ধুকে রাতেই টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রিজু মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর মাথায় তিনটি সেলাই লেগেছে। ডান হাতের হাড় কিছুটা বের হয়ে গেছে। সেই স্থানে ব্যান্ডেজ করা হয়েছে। টাঙ্গাইলের একটি হাসপাতালেই তাঁরা চিকিৎসাধীন আছেন।

এই দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা রাসেল হোসেনের অবস্থা আরও গুরুতর। তাঁর মাথায় ও পায়ে জখম হয়েছে। তাঁকে টাঙ্গাইল থেকে ঢাকা পাঠানোর প্রয়োজন হতে পারে বলে জানান ইমদাদুল। জানা যায়, ‘ব্লাকলাইট’ ছবি নিয়েই রিজু তিন মাস ধরে ব্যস্ত ছিলেন। ছবিটির ১০ শতাংশ শুটিং টাঙ্গাইলে হওয়ার কথা। বাকী ৯০ ভাগ শুটিং হবে টেকনাফে। এই ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শাহেদ শরীফ খান। তবে ছবির প্রধান অভিনেত্রী এখনো চূড়ান্ত হয়নি।

২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় বাজিমাত করেছিলেন তরুণ নির্মাতা রিয়াজুল মওলা রিজুর সিনেমা। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’ আটটি বিভাগে নয়টি পুরস্কার (শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে যৌথভাবে মাসুম রেজা ও রিয়াজুল রিজু) জিতে নেয়। ২০১৩ সালে বেসরকারি একটি টেলিভিশনে ‘চারপাশ’ নামের একটি অনুষ্ঠান করতেন তিনি। সেটি নির্মাণের একপর্যায়ে সিনেমা তৈরির ব্যাপারে আগ্রহ তৈরি হয় তাঁর। কয়েকটি নাটক ও টেলিছবি বানানোর অভিজ্ঞতা থাকলেও সিনেমা নিয়ে কোনো জানাশোনাই ছিল না রিজুর।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

লোকেশন দেখতে গিয়ে আহত জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা

আপডেট সময়ঃ ০৪:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

গতকাল বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তরুণ নির্মাতা রিয়াজুল মওলা রিজু। শুটিংয়ের লোকেশন দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পরে মাথায় ও হাতে প্রচণ্ড আঘাত পান। হাসপাতালে নেওয়ার পর তাঁর মাথায় তিনটি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

অক্টোবরের ২৫ তারিখ থেকে রিয়াজুল মওলা রিজু শুরু করবেন নতুন ছবি ‘ব্ল্যাক লাইট’–এর শুটিং। সে জন্য বেশ কিছুদিন ধরে লোকেশন দেখা নিয়ে ব্যস্ত এই পরিচালক। এই উদ্দেশ্যে গতকাল সকালে নিজ জেলা টাঙ্গাইলে যান তিনি। তাঁর বাড়ি থানাপাড়া। বাসায় কিছুটা সময় কাটিয়ে লোকেশন দেখতে বের হন রিজু। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু রাসেল। শুটিং লোকেশন দেখে রাত সাড়ে ১০টার ফিরতি পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

রিজুর প্রোডাশন হাউজ কারুকাজ ফিল্মসের মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম টাঙ্গাইল থেকে জানান, রিজু আর তাঁর বন্ধু লোকেশন দেখে রাতে টাঙ্গাইলের আদি এলাকা থেকে নিজের বাসায় ফিরছিলেন। সেদিন বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল ছিল। রাত হয়ে যাওয়ায় দ্রুত ফিরছিলেন। সংকীর্ণ রাস্তায় হঠাৎ একটি অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা। তিনি বলেন, রিজু ভাই ও তাঁর বন্ধুকে রাতেই টাঙ্গাইলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রিজু মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর মাথায় তিনটি সেলাই লেগেছে। ডান হাতের হাড় কিছুটা বের হয়ে গেছে। সেই স্থানে ব্যান্ডেজ করা হয়েছে। টাঙ্গাইলের একটি হাসপাতালেই তাঁরা চিকিৎসাধীন আছেন।

এই দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা রাসেল হোসেনের অবস্থা আরও গুরুতর। তাঁর মাথায় ও পায়ে জখম হয়েছে। তাঁকে টাঙ্গাইল থেকে ঢাকা পাঠানোর প্রয়োজন হতে পারে বলে জানান ইমদাদুল। জানা যায়, ‘ব্লাকলাইট’ ছবি নিয়েই রিজু তিন মাস ধরে ব্যস্ত ছিলেন। ছবিটির ১০ শতাংশ শুটিং টাঙ্গাইলে হওয়ার কথা। বাকী ৯০ ভাগ শুটিং হবে টেকনাফে। এই ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শাহেদ শরীফ খান। তবে ছবির প্রধান অভিনেত্রী এখনো চূড়ান্ত হয়নি।

২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণায় বাজিমাত করেছিলেন তরুণ নির্মাতা রিয়াজুল মওলা রিজুর সিনেমা। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘বাপজানের বায়োস্কোপ’ আটটি বিভাগে নয়টি পুরস্কার (শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে যৌথভাবে মাসুম রেজা ও রিয়াজুল রিজু) জিতে নেয়। ২০১৩ সালে বেসরকারি একটি টেলিভিশনে ‘চারপাশ’ নামের একটি অনুষ্ঠান করতেন তিনি। সেটি নির্মাণের একপর্যায়ে সিনেমা তৈরির ব্যাপারে আগ্রহ তৈরি হয় তাঁর। কয়েকটি নাটক ও টেলিছবি বানানোর অভিজ্ঞতা থাকলেও সিনেমা নিয়ে কোনো জানাশোনাই ছিল না রিজুর।