০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘রাত-দিন মিলিয়ে শুটিং করছি’

ক’রোনার কারণে দী’র্ঘদিন ব’ন্ধ ছিল বলিউডের শুটিং। সেই বি’রতি কাটিয়ে এখন আবার নিয়মিত হচ্ছেন তারকারা। তবে পরিশ্রম বেড়েছে দ্বি’গুণ। অনেকদিন শুটিং ব’ন্ধ থাকায় প্রযোজকদের বড় লোকসান গুনতে হয়েছে। তাই এখন দ্রুত আটকে থাকা শুটিং শেষ করছেন সবাই।

শুটিংয়ে ফিরেছেন বলিউড তারকা আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙগুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি মাসে সিনেমা শুটিং শুরু হয়। এরপর বি’রতি ছাড়া প্রতিদিনই সিনেমার শুটিং হচ্ছে। শোনা যাচ্ছে, রাতেও সিনেমাটির শুটিং করছেন আলিয়া। দিন রাত পরিশ্রম করে দ্রুত শুটিং শেষ করতেই এই পরিশ্রম তার।

আলিয়া বলেন, ‘ক’রোনার কারণে অনেক সময় ন’ষ্ট হয়েছে। দিন দিন বা’ধ্যবাধকতা বেড়েই চলেছে। সঞ্জয় লীলা বানসালির শুটিং চালিয়ে যাওয়া এবং যত দ্রু’ত সম্ভব এই শিডিউলের শুটিং শেষ করা প্রয়োজন। তাই রাত-দিন মিলিয়ে শুটিং করছি। এই প্রথম আমি রাতে শুটিং করছেন।’

সাধারণত বড় পরিসরে অনেক ক্রু নিয়ে সিনেমার শুটিং করেন বানসালি। কিন্তু এখন তার শুটিং সেটে মাত্র ৫০ জন কলাকুশলী রয়েছেন বলে জানা গেছে। খুব শিগগির আলিয়ার অংশের শুটিং শেষ করবেন এই নির্মাতা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

‘রাত-দিন মিলিয়ে শুটিং করছি’

আপডেট সময়ঃ ০৭:০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

ক’রোনার কারণে দী’র্ঘদিন ব’ন্ধ ছিল বলিউডের শুটিং। সেই বি’রতি কাটিয়ে এখন আবার নিয়মিত হচ্ছেন তারকারা। তবে পরিশ্রম বেড়েছে দ্বি’গুণ। অনেকদিন শুটিং ব’ন্ধ থাকায় প্রযোজকদের বড় লোকসান গুনতে হয়েছে। তাই এখন দ্রুত আটকে থাকা শুটিং শেষ করছেন সবাই।

শুটিংয়ে ফিরেছেন বলিউড তারকা আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙগুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি মাসে সিনেমা শুটিং শুরু হয়। এরপর বি’রতি ছাড়া প্রতিদিনই সিনেমার শুটিং হচ্ছে। শোনা যাচ্ছে, রাতেও সিনেমাটির শুটিং করছেন আলিয়া। দিন রাত পরিশ্রম করে দ্রুত শুটিং শেষ করতেই এই পরিশ্রম তার।

আলিয়া বলেন, ‘ক’রোনার কারণে অনেক সময় ন’ষ্ট হয়েছে। দিন দিন বা’ধ্যবাধকতা বেড়েই চলেছে। সঞ্জয় লীলা বানসালির শুটিং চালিয়ে যাওয়া এবং যত দ্রু’ত সম্ভব এই শিডিউলের শুটিং শেষ করা প্রয়োজন। তাই রাত-দিন মিলিয়ে শুটিং করছি। এই প্রথম আমি রাতে শুটিং করছেন।’

সাধারণত বড় পরিসরে অনেক ক্রু নিয়ে সিনেমার শুটিং করেন বানসালি। কিন্তু এখন তার শুটিং সেটে মাত্র ৫০ জন কলাকুশলী রয়েছেন বলে জানা গেছে। খুব শিগগির আলিয়ার অংশের শুটিং শেষ করবেন এই নির্মাতা।