মিরপুরে স্বজনহারা সাত মাসের হোসাইনের দায়িত্ব নিলেন ফুফু
মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে পরিবারের সদস্যদের হারান সাত মাস বয়সী শিশু হোসাইন। অলৌকিকভাবে বেঁচে যাওয়া বাবা-মা-বোন হারা হোসাইনের দায়িত্ব নিয়েছেন তার ফুফু ঘটনার পর
নানি-দাদির কাছে ছিল হোসাইন। তাকে ফুফু নাসরিন আক্তার লালন-পালন করার ইচ্ছা পোষণ করেন। পরে হোসাইনের নানা ও দাদার পরিবারের সম্মতিক্রমে ফুফু নাসরিন আক্তারকেই তাকে
লালন-পালনের দায়িত্ব দেন নাসরিন আক্তার বলেন, আমারো সাত বছরের একটা ছেলে আছে। সেই ছেলেকে আমি যেভাবে লালন-পালন করি, হোসাইনকেও সেভাবে লালন-পালন করব। আমার
সন্তানের মতো করে হোসাইনকে বুকে আগলে রাখব, বড় করে তুলব।’ এমনটি বলছিলেন সাত মাস বয়সী শিশু হোসাইনের ফুফু নাসরিন আক্তার তিনি আরো বলেন, হোসাইন বারবার আতঙ্কে
কেঁদে উঠছে। ঘুমিয়ে থাকা সময়টাতেই শুধু শান্ত থাকছে সে। ঘুম থেকে উঠে আবার চিৎকার করে কাঁদছে। চোখ দুটি খুঁজছে মায়ের মুখ। খুঁজছে আপনজনকে প্রসঙ্গত,
গত বৃহস্পতিবার রাতে মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুতায়িত হয়ে মারা যান হোসাইনের বাবা মিজান হাওলাদার, মা মুক্তা বেগম এবং বোন লিমা