বোর্ডের সঙ্গে মতবিরোধেই চাকরি হারালেন নাফিস

বিশ্বকাপের দল ঘোষণা, সাকিব-তামিম দ্বন্দ্ব, তামিমের বিশ্বকাপের স্কোয়াডে থাকা না-থাকা এই তিন ইস্যুতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জরুরি বোর্ড সভা বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই সভাতে সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে তামিম ইকবালকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তামিমকে বাদ দিয়ে

বিশ্বকাপের মিশনে যাওয়ার খবরটি নিশ্চিত হওয়ার পর হুট করেই ম্যাচের মাঝপথে ড্রেসিং রুম ছেড়ে চলে যান জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এরপরই খবর আসে চাকরি হারিয়েছেন তিনি ধারণা করা হচ্ছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো একটি বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে ড্রেসিংরুম ছেড়ে

দলে যান নাফিস। এতে করে বোর্ডের প্রটোকল ভঙ্গ করেছেন তিনি আর হয়তো সে কারণেই চাকরি হারাতে হয়েছে সাবেক এই ক্রিকেটারকে এর আগে শতভাগ ফিট না হওয়ায় বিশ্বকাপের দলে তামিমকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভাতে।

উল্লেখ্য, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) তামিম ইকবাল আসন্ন বিশ্বকাপে খেলার বিষয়ে বোর্ডকে কিছু শর্ত দেন। সেখানে তিনি বাংলাদেশের সবগুলো ম্যাচে অংশ নিতে আপত্তি জানান। একইসঙ্গে তাকে শতভাগ ফিট না মেনেই সামনের পরিকল্পনা সাজানোর জন্য বলেন টিম ম্যানেজমেন্টকে তামিমের এমন সিদ্ধান্ত একদমই

ভালোভাবে নেননি টাইগার কাপ্তান সাকিব আল হাসান।
টাইগার ওপেনারের এই সিদ্ধান্তে নাখোশ ছিলেন হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেও। শতভাগ ফিট না হওয়ায় বিশ্বকাপের দলে তামিমকে রাখতে আপত্তি জানিয়েছিলেন তিনি শেষ পর্যন্ত সবকিছু বিবেচনা করে তামিমকে বাদ দিয়েই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় বোর্ড