বিশ্বকাপে সহ-অধিনায়ক হয়ে গর্বিত শান্ত

বাংলাদেশ জাতীয় দলে ছয় বছরের বেশি সময়ের ক্যারিয়ারে অনেক চড়াই–উতরাই পেরিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পর অনেকের ট্রলের শিকার হন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিশ্রম করে স্বরূপে ফিরেছেন

বাঁহাতি এই ব্যাটার। বর্তমানে বাংলাদেশ দলের টপ অর্ডারে আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি এদিকে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওই দলের সহ অধিনায়ক হিসেবে লিটন দাসের জায়গায় নাজমুল শান্তকে বেছে নেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া শান্ত ম্যাচ শেষে বলেছেন, সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে তিনি গর্বিত। বিশ্বকাপে মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করবেন।

বিশ্বকাপে দলে তামিম ইকবাল নেই। শান্ত জানিয়েছেন, তিনি তামিমকে মিস করবেন। তবে এও জানিয়েছেন, বিশ্বকাপের দল ভালো হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও চিন্তিত নন বলে উল্লেখ করেছেন রানের ধারায় থাকা এই টপ অর্ডার ব্যাটার। বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান

(অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল শান্ত (সহ অধিনায়ক), মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিম সাকিব, তানজিদ তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ