১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞাপনে কেয়া-বাপ্পী জুটি

প্রথমবারের মতো জুটিব’দ্ধ হয়ে কাজ করেছেন একসময়ের আলোচিত নায়িকা সাবরিনা সুলতানা কেয়া ও এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। বিজ্ঞাপনে একস’ঙ্গে দেখা যাবে তাদের। নতুন এ জুটিকে নিয়ে বিজ্ঞাপনটি নি’র্মাণ করেছেন বাপ্পি সাহা।

জয় চৌধুরী জানান, শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। ১ নভেম্বর সারাদিন কাজ করেছি নরসিংদীতে। নতুন এ বিজ্ঞাপনটির কনসেপ্ট চমৎকার ছিল। কেয়া আপার মতো একজন সিনিয়র অভিনেত্রীর স’ঙ্গে এবারই প্রথম কাজ করলাম। তার স’ঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। শিগগিরই প্রচারে আসবে বিজ্ঞাপনটি। আশা করি, দর্শক আমাদের গ্রহণ করবে।

এদিকে, চার বছর পর বি’রতি ভে’ঙে কাজে ফিরেছেন কেয়া। এরই মধ্যে অংশ নিয়েছেন ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামের একটি সিনেমায়। অন্যদিকে, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন জয় চৌধুরী।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিজ্ঞাপনে কেয়া-বাপ্পী জুটি

আপডেট সময়ঃ ০৭:০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

প্রথমবারের মতো জুটিব’দ্ধ হয়ে কাজ করেছেন একসময়ের আলোচিত নায়িকা সাবরিনা সুলতানা কেয়া ও এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী। বিজ্ঞাপনে একস’ঙ্গে দেখা যাবে তাদের। নতুন এ জুটিকে নিয়ে বিজ্ঞাপনটি নি’র্মাণ করেছেন বাপ্পি সাহা।

জয় চৌধুরী জানান, শুটিং শেষ করে ঢাকায় ফিরেছি। ১ নভেম্বর সারাদিন কাজ করেছি নরসিংদীতে। নতুন এ বিজ্ঞাপনটির কনসেপ্ট চমৎকার ছিল। কেয়া আপার মতো একজন সিনিয়র অভিনেত্রীর স’ঙ্গে এবারই প্রথম কাজ করলাম। তার স’ঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। শিগগিরই প্রচারে আসবে বিজ্ঞাপনটি। আশা করি, দর্শক আমাদের গ্রহণ করবে।

এদিকে, চার বছর পর বি’রতি ভে’ঙে কাজে ফিরেছেন কেয়া। এরই মধ্যে অংশ নিয়েছেন ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামের একটি সিনেমায়। অন্যদিকে, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন জয় চৌধুরী।