বিজয়কে দলে নেওয়ার ব্যাখ্যা দিলো বিসিবি

বিশ্বকাপ মিশন কাগজে-কলমে শেষ বাংলাদেশের। বৈশ্বিক এ মহারণে এখন আর চাওয়া-পাওয়ার কিছুই নেই লাল-সবুজের। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১১ নভেম্বর টাইগারদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এদিকে ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। ওই ম্যাচের জন্যে

দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। তবে হুট করেই তাকে দলে নেওয়ায় নানান আলোচনা-সমালোচনা হচ্ছে। এবার তাকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে হাবিবুল বলেন, এই মুহূর্তে আমরা টপ-অর্ডার নিয়ে ভুগছি।

সাকিবের রিপ্লেসমেন্ট তো পাওয়া সম্ভব না। হাতে কেউ নেই। ব্যাটিংয়ে যদি কাউকে দরকার হয়। একজন ব্যাটার (লিটন) চলে গেছেন। ব্যাটার হিসেবেই (বিজয়কে দলে) নেওয়া হয়েছে। দেখা যাক, সামনের ম্যাচে কী হয় সুমন আরও বলেন, বিশ্বকাপে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। সেটা আমরা পূরণ করতে

পারিনি। ৫০ ওভারের ক্রিকেটে আমরা অনেক ধারাবাহিক, ভালো খেলছিলাম। সে কারণেই সবার প্রত্যাশা হয়তো বেশি ছিল। আমরা প্রত্যাশা মেটাতে পারিনি। অনেক সময় আপনি টুর্নামেন্টের আগে ভালো ফর্মে থেকে টুর্নামেন্টে এসে ফর্ম হারিয়ে ফেলতে পারেন। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে