বিএনপির বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা চাইলেন কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার (৫ জানুয়ারি)

দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র বলেছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিলে তাদের ভিসানীতির আওতায় আনা হবে।

বিএনপি তো প্রকাশ্যে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তাহলে এখনও কেন তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন হলো উৎসব। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র শীত উপেক্ষা করে জনগণ নির্বাচনকে

স্বাগত জানিয়ে প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন। এ ছাড়া ভোট পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যেই অনেক বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক এসেছেন। তারা একটি অংশগ্রহণমূলক নির্বাচন স্বচক্ষে পর্যবেক্ষণ করবেন। আশা করি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে এবং তার সঠিক চিত্র তারা বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভোটারদের

ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা নির্ভয়ে ভোট দেবেন। ভোট দিতে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করা হবে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে হরতাল এখন মরচে ধরা হাতিয়ার। হরতাল-অবরোধ এখন শুধু বিএনপির কর্মসূচিতে আছে। কিন্তু বাস্তবে নেই