ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
এদিন ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল। এ সময় ওয়েস্টহ্যামের পাবলো ফোরনালস গোল করে এগিয়ে নেন দলকে।
বিরতির আগে সমতা ফেরায় লিভারপুল। এ সময় বক্সের মধ্যে সালাহকে ফাউল করেন ওয়েস্টহ্যামের আর্থুর মাসুয়াকু। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সালাহ। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর রবার্তো ফিরমিনোর বদলি হিসেবে মাঠে নামেন দিয়োগো জতা। নেমেই তিনি গো’ল করেছিলেন। কিন্তু সেটি ভিএআরে বাতিল হয়। ৮৫ মিনিটে আবারো তিনি বল জালে জ’ড়ান।
তাকে গোলে সহায়তা করেন জর্দান শাকিরি।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছা’ড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।