বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় আসছে নতুন ওয়েবফিল্ম। নাম ‘কর্পোরেট। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা তাসকিন রহমান ও চিত্রনায়িকা আঁচল আঁখি।
গতকাল বিকেলে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের স’ঙ্গে এর ডিরেক্টর ফরিদুল হাসান ও নায়িকা আঁচলের স’ঙ্গে আনুষ্ঠানিক চু’ক্তি স্বাক্ষর হয়। শিগগিরই ওয়েব ফিল্মটির শুটিং শুরু হবে।
চু’ক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, প্রশাসন বিভাগের উপ-প্রধান মোহাম্মদ মাসুদুল আমিন, উপ-বার্তা প্রধান মামুনুর রহমান খান, ‘কর্পোরেট’ ওয়েব ফিল্মের লেখক ফেরারি ফরহাদসহ অনেকে।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ওয়েব ফিল্মের গল্প যত ভালো হবে মূলত সেটি ততো দর্শকপ্রিয়তা পাবে। আন্তর্জাতিক অ’ঙ্গনে এখন ভালো ভালো ওয়েবফিল্ম নির্মাণ হচ্ছে।
ক’রোনার এই সময়ে আমি অনেক ওয়েবফিল্ম দেখেছি, অনেক বিচার-বিশ্লেষণের সুযোগ হয়েছে। আরটিভি যে ইতোমধ্যে বেশ কয়েকটি ওয়েবফিল্ম হাতে নিয়েছে। আশা করি সবগুলো ভালো হবে। ভালো গল্প হলে এই কাজ আরও এগিয়ে যাবে।’
আঁচল বলেন, ‘ভালো একটি গল্পে কাজ করার সুযোগ পাচ্ছি। আরটিভিকে ধন্যবাদ। আসলে আমি বাছাই করা গল্পে কাজ করছি, সেরকম একটি গল্পে এই ওয়েব ফিল্ম হবে।’