তামিম ইকবাল ইস্যুতে আটকে গেলেন সাকিব

ওয়ানডে বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি দেশসেরা ওপেনার তামিম ইকবালের। শতভাগ ফিট না হওয়ার কারণে বিশ্বকাপ মিশনে দলের সঙ্গী হতে পারেননি তিনি যদিও তামিমের কাছে প্রস্তাব ছিল বিশ্বকাপে খেলার। তবে সেক্ষেত্রে তামিমকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।

এর ভেতর ছিল নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাবও। তামিমকে বোর্ডের এক কর্তা প্রস্তাব দিয়েছিলেন, ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিচে নেমে খেলতে। একই সঙ্গে প্রস্তাব দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে না খেলারও তবে অনেকেই তামিমের বাদ পড়ার পেছনে বর্তমান ওয়ানডে দলপতি সাকিব আল হাসানকে দায়ী করেছিলেন। এরপর বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন সাকিব।

নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন তিনি এবারই প্রথমবার বিশ্বমঞ্চে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। ফলে তার কাছে অনেক প্রশ্ন ছিল সাংবাদিকদের। এর মধ্যে কিছু বিষয় নিয়ে মন খুলে উত্তর আর কিছু বিষয় হেসে উড়িয়ে দিয়েছেন সাকিব। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও উঠে এলো তামিম-সাকিব ইস্যু। তবে এবার তামিম ইকবাল ইস্যুতে বেশ খানিকটা আটকে গেলেন সাকিব! এরপর খোলাসা করলেন

বিষয়টি সংবাদ সম্মেলনে সাকিবের ভাষ্য, মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দিইনি টাইগার দলপতি

আরও যোগ করেন, এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ১০০ রান করেছিল মিরাজ। তখন থেকেই চিন্তা ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও তাকে ওপরে খেলাব। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে সে অনেক ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই ছন্দে থাকায় তাকে ওপরে খেলানো হয়েছে এবং ভালো করেছে। আর বিশেষজ্ঞ ব্যাটাররা

নিচের দিকে ব্যাট করছে, আমারও মনে হয়েছে একটু বেশি নিচে ব্যাট করছে। তবে উল্টোভাবে দেখলে তাদের ওপরে খেলানো হলে রান করবে সে গ্যারান্টি নেই। আসলে এগুলো খুবই কঠিন এবং ট্রিকি বিষয়। তবুও আমার মনে হয়, সব ম্যাচেই ২৮০ রান করার সুযোগ ছিল