টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে ভোটারদের হাতে আটক

নওগাঁয় টাকার বিনিময়ে ভোট কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন সাঈদ হাসান তরফদার শাকিল নামের এক ইউপি চেয়ারম্যান। শুক্রবার (৬ জানুয়ারি) রাতে নওগাঁ-৩ সংসদীয় আসনের খোলাশপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি ভ্রাম্যমাণ

আদালতে জানালে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় তার। শাকিল মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান। চেয়ারম্যান শাকিল নওগাঁ-৩ আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমের ভাগনে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের হয়ে ভোট কিনতে খলাশপুকুর গ্রামে ঢোকেন শাকিল। এ সময় নৌকা প্রার্থীর কিছু লোকজন ও সাধারণ কয়েকজন ভোটার তাকে ধরে ফেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে খবর দেয়া

হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতারা ওই গ্রামে গিয়ে ঘটনা সত্যতা পান। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উত্তেজিত জনতার কাছ থেকে

পুলিশে নিরাপত্তায় তাকে সরিয়ে নেয়া হয়। মহাদেবপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান ও মহাদেবপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন