০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জেমিই হবেন ম্যানেজার!

নতুন নির্বাচনের পর ম্যানেজার পদটি নিয়ে বাফুফে ভাবনায় পড়েছে। কাকে এই দা’য়িত্ব দেওয়া যায় তা নিয়ে ভাবছে। বছরের পর বছর জাতীয় ফুটবল দলের ম্যানেজার ছিলেন বাফুফের সদস্য সত্যজিত্ দাস রুপু। এবার নতুন ম্যানেজার খুঁজছে বাফুফে।

গতকালও জানা গেল এখনই কোনো সি’দ্ধান্ত নেওয়া হচ্ছে না। নতুন ম্যানেজার নিয়োগ নিয়ে তা’ড়াহুড়া করতে রাজি না বাফুফে। প্রয়োজনে নেপাল ও বাংলাদেশের মধ্যে হতে যাওয়া ১৩ ও ১৭ নভেম্বর ফিফা প্রীতিম্যাচ দুটির জন্য ইংলিশ কোচ জেমি ডে ম্যানেজারের দা’য়িত্ব পালন করবেন।

ফুটবল দুনিয়ায় কোনো দলে ম্যানেজার পদের জন্য আলাদা কোনো পদ নেই। উপমহাদেশেই এই প্রচলন ব্যাপক। ম্যানেজার পদ নিয়ে কাড়াকাড়ি হয়। একবার এই পদে দা’য়িত্ব পেলে তা আর ছাড়তেও চায় না।

ক্লাবের স’ঙ্গে জড়িত কেউ দা’য়িত্ব পেলে সেই ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলে অগ্রাধিকার পান। পা’রফরম্যান্স না থাকলেও জাতীয় দলে থাকায় সমালোচনা হয়। দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও কা’র্পণ্য করা হয় না। সবই বাফুফের অন্যান্য লোকজন প’র্যবেক্ষণ করে আসছেন।

সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘ম্যানেজার নিয়োগে এখনই চূ’ড়ান্ত সি’দ্ধান্ত নিতে রাজি না। সামনে আরো আলোচনা হবে সেখানেই ফুটবল নী’তিনির্ধারকরা সি’দ্ধান্ত নেবেন। তা না হলে জেমি এখন ম্যানেজারের দা’য়িত্ব পালন করবেন। অসুবিধা কী। ইউরোপে দেখেন না কোচই সব দায়িত্বপালন করেন।’

জেমি এবং জামাল ২৯ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন। এখন পর্যন্ত খেলোয়াড়দের কয়েক ধা’পে কুপার টেস্ট করানো হয়েছে। গতকাল তিন ফুটবলারের কুমপার টেস্ট করা হয়েছে। আজকে বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তারা ক্যাম্পে ঢুকলেই কুপার টেস্ট করা হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চাওয়া হয়েছিল নেপাল কবে ঢাকায় আসবে। তিনি জানিয়েছেন ২৮ অক্টোবর পর্যন্ত তারা পুজো নিয়ে ব্যস্ত থাকবেন। এরপরই নেপাল বাংলাদেশ ম্যাচের কার্যক্রমে ঝাঁপাবেন। নেপাল আসবে সেটা লিখিত পাঠিয়েছে বাফুফের কাছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

জেমিই হবেন ম্যানেজার!

আপডেট সময়ঃ ০৭:২৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

নতুন নির্বাচনের পর ম্যানেজার পদটি নিয়ে বাফুফে ভাবনায় পড়েছে। কাকে এই দা’য়িত্ব দেওয়া যায় তা নিয়ে ভাবছে। বছরের পর বছর জাতীয় ফুটবল দলের ম্যানেজার ছিলেন বাফুফের সদস্য সত্যজিত্ দাস রুপু। এবার নতুন ম্যানেজার খুঁজছে বাফুফে।

গতকালও জানা গেল এখনই কোনো সি’দ্ধান্ত নেওয়া হচ্ছে না। নতুন ম্যানেজার নিয়োগ নিয়ে তা’ড়াহুড়া করতে রাজি না বাফুফে। প্রয়োজনে নেপাল ও বাংলাদেশের মধ্যে হতে যাওয়া ১৩ ও ১৭ নভেম্বর ফিফা প্রীতিম্যাচ দুটির জন্য ইংলিশ কোচ জেমি ডে ম্যানেজারের দা’য়িত্ব পালন করবেন।

ফুটবল দুনিয়ায় কোনো দলে ম্যানেজার পদের জন্য আলাদা কোনো পদ নেই। উপমহাদেশেই এই প্রচলন ব্যাপক। ম্যানেজার পদ নিয়ে কাড়াকাড়ি হয়। একবার এই পদে দা’য়িত্ব পেলে তা আর ছাড়তেও চায় না।

ক্লাবের স’ঙ্গে জড়িত কেউ দা’য়িত্ব পেলে সেই ক্লাবের খেলোয়াড়রা জাতীয় দলে অগ্রাধিকার পান। পা’রফরম্যান্স না থাকলেও জাতীয় দলে থাকায় সমালোচনা হয়। দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও কা’র্পণ্য করা হয় না। সবই বাফুফের অন্যান্য লোকজন প’র্যবেক্ষণ করে আসছেন।

সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন, ‘ম্যানেজার নিয়োগে এখনই চূ’ড়ান্ত সি’দ্ধান্ত নিতে রাজি না। সামনে আরো আলোচনা হবে সেখানেই ফুটবল নী’তিনির্ধারকরা সি’দ্ধান্ত নেবেন। তা না হলে জেমি এখন ম্যানেজারের দা’য়িত্ব পালন করবেন। অসুবিধা কী। ইউরোপে দেখেন না কোচই সব দায়িত্বপালন করেন।’

জেমি এবং জামাল ২৯ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন। এখন পর্যন্ত খেলোয়াড়দের কয়েক ধা’পে কুপার টেস্ট করানো হয়েছে। গতকাল তিন ফুটবলারের কুমপার টেস্ট করা হয়েছে। আজকে বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তারা ক্যাম্পে ঢুকলেই কুপার টেস্ট করা হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের কাছে জানতে চাওয়া হয়েছিল নেপাল কবে ঢাকায় আসবে। তিনি জানিয়েছেন ২৮ অক্টোবর পর্যন্ত তারা পুজো নিয়ে ব্যস্ত থাকবেন। এরপরই নেপাল বাংলাদেশ ম্যাচের কার্যক্রমে ঝাঁপাবেন। নেপাল আসবে সেটা লিখিত পাঠিয়েছে বাফুফের কাছে।