চেন্নাইয়েও আছেন তামিম ইকবাল!

চোট আর ফিটনেস বিতর্কে ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে নেই বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক এই অধিনায়ক।

তবে মাঠে না থাকলেও গ্যালারিতে ঠিকই দেখা মিলছে দেশসেরা এই ওপেনারের। তার ভক্ত-সমর্থকদের নিয়ে আসা প্ল্যাকার্ড, ব্যানার কিংবা ফেস্টুনে দেখা মিলছে বাঁহাতি এই ব্যাটসম্যানের বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও

তামিমের ছবি-পোস্টারসহ মাঠে হাজির হয়েছিলেন তার ভক্তরা। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে হাজির ছিলেন তামিমের ভক্তরা। সেদিন দেখা যায় পোস্টারে লেখা, ‘তামিম-সাকিব ভাই ভাই’।

আরও পড়ুন: বিশ্বকাপে যে নতুন রেকর্ড গড়লেন সাকিব
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে এই ম্যাচেও দেখা গেল তামিমের ভক্তদের। গ্যালারিতে তামিমের ছবি সম্বলিত পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই