সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাইয়ের আজ ৪৭ তম জন্মদিন। বলিউডে ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তাল’, ‘জোশ’, ‘দেবদাস’, ‘মহাব্বতে’র মতো ছবি উপহার দিয়েছেন তিনি।
সর্বশেষ তাকে দেখা গেছে ‘ফ্যানে খান’ (২০১৮) ছবিতে। জন্মদিনে তাকে নিয়ে নানা ফিচার প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এতে আলোচনায় উঠে এসেছে তার পুরনো একটি সাক্ষাৎকারের কথাও।
‘বীর-জারা’সহ বেশ কয়েকটি ছবি থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ। সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ঐশ্বরিয়াকে। উপস্থাপক তাকে প্রশ্ন করেন, আপনি এ বিষয়ে শাহরুখকে কিছু জিজ্ঞেস করেছেন কি না?
উত্তরে ঐশ্বরিয়া বলেন, তিনি কয়েকটি ছবি থেকে বাদ পড়ার ঘটনায় দুঃখ পেয়েছিলেন। তার মনে প্রশ্ন উঠেছিল, ‘এটা কেন হয়েছে?’ তবে তিনি বলেন, আমি কাউকে কিছু জিজ্ঞেস করিনি। আমি সেরকম মানুষ নই।
ঐশ্বরিয়ার রাইকে বাদ দেওয়ার বি’ষয়ে শাহরুখ অবশ্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন। এক অনুষ্ঠানের মঞ্চে শাহরুখ ঐশ্বরিয়ার সামনেই তার সঙ্গে ফের ছবি করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।