১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এল ক্লাসিকোতে রামোসকে ফিরে পাচ্ছে রিয়াল

সার্জিও রামোসকে ছাড়া রিয়াল মাদ্রিদ কতটা বি’বর্ণ, তা টের পাওয়া গেছে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেই। ১৩ বারের চ্যাম্পিয়ন হয়েও দু’র্বল শাখতার দোনেৎস্কের কাছে তারা গেছে ৩-২ গোলে। তবে ঐতিহ্যবাহী এল ক্লাসিকোতে রামোসকে ঠিকই ফিরে পাচ্ছে রিয়াল।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, চো’ট সারিয়ে শনিবার চিরপ্র’তিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামছেন রিয়াল অধিনায়ক।
গত সপ্তাহে নবাগত কাদিজের কাছে ল’জ্জার (১-০) হারের দিনে চো’ট নিয়ে মাঠ ছে’ড়েছিলেন তিনি।

রামোসের অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচেও হার দেখতে হয়েছে রিয়ালকে।
তাকে ছাড়া রিয়াল বুঝতেই পারছিল না কীভাবে আ’টকাবে প্রতিপক্ষকে।

অবশ্য চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ যে কয়টি ম্যাচে রামোস ছিলেন না তার সবকটিতেই হার দেখতে হয়েছে রিয়ালকে। সে জন্য চিরপ্র’তিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে রামোসকে পেতে মুখিয়ে ছিল পুরো দল। তাই শুক্রবার দলের অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি।

তবে রামোসকে পেলেও ক্লাসিকোতে নিয়মিত অনেক খেলোয়াড়কেই পাচ্ছে না রিয়াল। এডেন হ্যাজার্ড, কারভাহাল, ওডেগার্ড ও ওদ্রিওজোলাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচেও। অপর দিকে ক্লাসিকোর মতো ম্যাচে বার্সা ফিরে পাচ্ছে জর্ডি আলবাকে। আজ রাত ৮টায় ঐতিহ্যবাহী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এল ক্লাসিকোতে রামোসকে ফিরে পাচ্ছে রিয়াল

আপডেট সময়ঃ ০৬:২৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০

সার্জিও রামোসকে ছাড়া রিয়াল মাদ্রিদ কতটা বি’বর্ণ, তা টের পাওয়া গেছে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ম্যাচেই। ১৩ বারের চ্যাম্পিয়ন হয়েও দু’র্বল শাখতার দোনেৎস্কের কাছে তারা গেছে ৩-২ গোলে। তবে ঐতিহ্যবাহী এল ক্লাসিকোতে রামোসকে ঠিকই ফিরে পাচ্ছে রিয়াল।

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, চো’ট সারিয়ে শনিবার চিরপ্র’তিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামছেন রিয়াল অধিনায়ক।
গত সপ্তাহে নবাগত কাদিজের কাছে ল’জ্জার (১-০) হারের দিনে চো’ট নিয়ে মাঠ ছে’ড়েছিলেন তিনি।

রামোসের অনুপস্থিতিতে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচেও হার দেখতে হয়েছে রিয়ালকে।
তাকে ছাড়া রিয়াল বুঝতেই পারছিল না কীভাবে আ’টকাবে প্রতিপক্ষকে।

অবশ্য চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ যে কয়টি ম্যাচে রামোস ছিলেন না তার সবকটিতেই হার দেখতে হয়েছে রিয়ালকে। সে জন্য চিরপ্র’তিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে রামোসকে পেতে মুখিয়ে ছিল পুরো দল। তাই শুক্রবার দলের অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি।

তবে রামোসকে পেলেও ক্লাসিকোতে নিয়মিত অনেক খেলোয়াড়কেই পাচ্ছে না রিয়াল। এডেন হ্যাজার্ড, কারভাহাল, ওডেগার্ড ও ওদ্রিওজোলাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচেও। অপর দিকে ক্লাসিকোর মতো ম্যাচে বার্সা ফিরে পাচ্ছে জর্ডি আলবাকে। আজ রাত ৮টায় ঐতিহ্যবাহী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।