এবারের নির্বাচনে দিনের ভোট দিনেই হবে

এবারের নির্বাচন দিনেই হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান রোববার (২৬ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলাসংক্রান্ত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে

এ মন্তব্য করেন তিনি ইসি আনিছুর রহমান বলেন, ভোট যখন হওয়ার তখনই হবে, ভোট দিনে হওয়ার কথা দিনেই হবে। আমাদের সময়ে এই এক বছর নয় মাসে ভোট দিনেই হয়েছে, দিনেই ভোট হবে।

তিনি বলেন, অনেক ছোট ছোট দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। এই নির্বাচন আমরা শুধু আমাদের চোখ দিয়ে দেখছি না, বিশ্ববাসীও দেখছে। কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য না করার কোনো বিকল্প নেই,

করতেই হবে
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন করা না করার এখতিয়ার সবারই আছে। কেউ নির্বাচনে না এলে জোর করে আনার সুযোগ নেই। যদি কেউ আবেদন করে এবং নির্বাচনে আসতে চায় আমরা বিবেচনা করব। আমাদের যথেষ্ট সময় আছে।

ইসি আনিছ বলেন, ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর নয়। দল, কর্মী, প্রার্থী, ভোটার নিয়ে আসবে। যদি কেউ ভয়ভীতি দেখায়, সেই বিষয়ে ব্যবস্থা হবে। নির্বাচন বানচাল করা, ভোট দিতে না দেওয়া বা বাধাগ্রস্ত করার অধিকার কারও নেই এর আগে আজ সকাল সাড়ে ১০টায় সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন

পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলার এসপি, থানার ওসিরা, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আনিছুর রহমান। দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলেন জানিয়েছেন কর্মকর্তারা