ইডেন গার্ডেন ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে ঘাড়ে ব্যাথা পেয়েছেন সাকিব

চলতি বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে বাজে সময় পার করছে বাংলাদেশ দল। ইতোমধ্যে টাইগাররা মাঠে নেমেছে ছয়টি ম্যাচে যেখানে জয় পেয়েছে কেবল একটিতে। মুশফিক, রিয়াদ, শান্ত, লিটন, মিরাজের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েও দলের এমন করুণ অবস্থায় তীব্র সমালোচনা হচ্ছে অধিনায়ক সাকিবের।

এবার টাইগার অধিনায়কের কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপের আগেই সাকিব জানিয়েছেন, বিশ্বকাপের পর আর অধিনায়কের দায়িত্ব পালন করবেন না তিনি। আশরাফুল মনে করেন এ রকম মানসিকতা নিয়ে যে অধিনায়ক আসে তার কাছ থেকে সৎ পরিকল্পনা আশা করা যায় না।

এদিকে দেশের শীর্ষ একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘সাকিব বিশ্বকাপ খেলতে আসার আগে দেওয়া সাক্ষাৎকারে বলেছে ১২ নভেম্বর থেকে আর অধিনায়ক থাকবে না। এ রকম মানসিকতা নিয়ে যে বিশ্বকাপে খেলতে আসে, তার কাছ থেকেও সৎ পরিকল্পনা আশা করা যায় না।’

চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার দায় সাকিবের কাঁধেই বর্তায় কি না এমন প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, ‘আমি যা যা শুনেছি, সে রকম হলে তো দায়টা অবশ্যই ওর।’ বিশ্বকাপে বাংলাদেশ দলে অভিজ্ঞ ওপেনারের প্রয়োজন ছিল বলেও মনে করেন আশরাফুল। তামিমের পরিবর্তে প্রয়োজনে ইমরুল কায়েসকেও দলে রাখা যেতো বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আশরাফুল বলেন, ‘বিশ্বকাপে তামিমকে আনার দরকার ছিল। ওকে যেহেতু আনা যায়নি, ওর জায়গায় ইমরুল কায়েসের মতো কাউকে হলেও দরকার ছিল। তিনটি বিশ্বকাপ খেলেছে সে। এখনো ঘরোয়া ক্রিকেটে রান করে। ইমরুল থাকলে আমি নিশ্চিত ওপেনিংয়ের এত খারাপ অবস্থা হতো না