অর্থের লোভ, নন ক্রিকেটার বোর্ডের কারণে আজ ক্রিকেটের এই অবস্থা: রফিক

এখন ক্রিকেটারদের অর্থের লোভ, নন ক্রিকেটারদের বিসিবিতে দাপট, ডমেস্টিক নিয়ে টানবাহানা। এমন মতামত দিয়ে সাবেক ক্রিকেটার রফিক বলেন, কোন টার্গেট সেট না করেই গণমাধ্যমে ডাহা মিথ্যাচার করেন বিসিবি কর্তারা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা সবাই ব্যস্ত নিজের আখের গোছাতে। গেলো আড়াই দশকে একই বিন্দুতেই দাঁড়িয়ে দেশের ক্রিকেট।

সমস্যা উত্তরণে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর কোন বিকল্প দেখছেন না তিনি এদিকে টাইগারদের ভরাডুবিতে পুরো জাতি লজ্জিত। নিভৃতে কাঁদেন সমর্থকরা। কিন্তু তাতে, কি আসে যায় ক্রিকেটার কিংবা বিসিবি’র? কোটি কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু আর ব্যাংক ব্যালেন্সের পরও বাস্তবতা হলো বিশ্বমঞ্চে নেদারল্যান্ডসও ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। টেস্ট স্ট্যাটাসের ২৩ বছর পর একি অবস্থা দেশের ক্রিকেটের। সাবেক জাতীয় ক্রিকেটার রফিকের মতে,

এর সব দায় বিসিবি’র। যারা যখনই দায়িত্বে এসেছেন গুছিয়েছেন নিজের আখের। করেছেন মিথ্যাচার বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক বলেন, ‘প্রতিটা দেশের কিন্তু একটা লেভেল থাকে। ৯৯’র বিশ্বকাপের মতোই যদি আপনাদের চিন্তা থাকে যে দুইটা ম্যাচ জিতবো, তাহলে কেনই আপনারা বলেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবো! কোন টার্গেট নাই, বোর্ডের সবাই মিথ্যা বলে।

ডমিস্টিক নাই নন ক্রিকেটার বোর্ডের কারণে আজ ক্রিকেটের এই অবস্থা হয়েছে। শুধু আন্তর্জাতিক টুর্নামেন্ট কয়টা হবে, আইসিসির সূচিতে কয়টা ম্যাচ আছে সেটা নিয়েই ব্যস্ত থাকে তারা। তবে এভাবে দলকে শক্তিশালী করা যায় না। ক্রিকেটকে শক্তিশালী করতে হলে আপনাকে ডমিস্টিক লেভেল থেকে দেখতে হবে। ক্রিকেটের কল্যাণে খেলোয়াড়রা দেশের সুপারস্টার, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এখন অর্থের নেশায় ক্রিকেট হয়ে গেছে

গৌণ। খেলোয়াড়দের নিয়ন্ত্রণে ব্যর্থ অদূরদর্শী বিসিবিও। মোহাম্মদ রফিক বলেন, ‘এখন দেখা যাচ্ছে টাকার অঙ্কটা অনেক বেশি তবে ক্রিকেটের মানটা কিন্তু অনেক নিচে। এতো ফ্যাসিলিটি দেয়ার পরও ক্রিকেট ইম্প্রুভ হচ্ছে না কেন? তো এক নজরে দেখা যায় টাকার জন্যই ক্রিকেটাররা খেলছে। আমি মনে করি এখানে ল্যাকিং আছে বোর্ডের