অবিশ্বাস্য পরিমাণে দাম কমলো স্বর্ণের

গত কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। অবশেষে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সোমবার (২৫ সেপ্টেম্বর) নিরাপদ আশ্রয় ধাতুটির দর নিম্নমুখী হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।এতে বলা হয়, এ সপ্তাহের শেষদিকে মূল্যস্ফীতির উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সুদের হার

বাড়ানোর আভাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কর্মকর্তারা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজার দুর্বল হয়েছে।

আলোচ্য কর্মদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯২১ ডলার ৩০ সেন্টে।

একই দিনে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য স্থিতিশীল আছে। আউন্সপ্রতি দর নিষ্পত্তি হয়েছে ১৯৪১ ডলার ৬০ সেন্টে।